গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার বিশেষ অভিযানে দুটি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়ার ক্যারটেক চায়না ফ্যাক্টরি গলিতে তাহেরের মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোসলেম উদ্দিন মিয়া মরহুম জালাল মিয়া ও মরহুম রোওসানা বিবির ছেলে বলে জানা গেছে। তার স্থায়ী ঠিকানা ঢাকা মহানগরের হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকায়। তবে বর্তমানে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি বাসায় ভাড়া থাকেন।
অভিযানকালে তার ভাড়া কক্ষ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, একটি ৯ এমএম বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।



