নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে প্রেসক্লাব চৌগাছার শোক

‘খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন প্রতিথযথা সাংবাদিক, যিনি গণমাধ্যমে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে মিডিয়া জগৎ ও সাংবাদিক সমাজে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

এম এ রহিম চৌগাছা (যশোর)

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোরের প্রেসক্লাব চৌগাছা।

রোববার (২৪ আগস্ট) এক শোক বিবৃতিতে প্রেসক্লাবের সাংবাদিকরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারা বলেন, খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন প্রতিথযথা সাংবাদিক, যিনি গণমাধ্যমে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে মিডিয়া জগৎ ও সাংবাদিক সমাজে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি দৈনিক ইত্তেফাকের চৌগাছা প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার দেশের চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান ও দি ঢাকা পোস্টের চৌগাছা প্রতিনিধি প্রভাষক বি এম হাফিজুর রহমান, দৈনিক যশোরের অধ্যাপক ড. আব্দুস শুকুর, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার চৌগাছা প্রতিনিধি আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের চৌগাছা প্রতিনিধি এম এ রহিম ও দৈনিক মানব জমিনের চৌগাছা প্রতিনিধি বাবুল আক্তার, অর্থ সম্পদক দৈনিক যায়যায় দিনের আসাদুজ্জামান মুক্ত, দৈনিক সময়ের আলোর প্রভাষক আজিজুর রহমান, দৈনিক আমার সংবাদের চৌগাছা প্রতিনিধি এম এ মান্নান, দফতর সম্পাদক দৈনিক যশোরের রায়হান হোসেন, দৈনিক ভোরের ডাকের দেওয়ান শফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজের আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার শ্যামল দত্ত।

আরো সমবেদনা জানান সাংবাদিক মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল কাদের, আব্দুল মালেক, ফকরুল ইসলাম, কালিমুল্লাহ সিদ্দীক, জাহিদ হোসেন, আলমগীর কামাল ও ফয়সাল হোসেন প্রমুখ।