নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু, আটক সৎ ভাই

পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানিয়েছে। ফলে ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামে এক সৎ ভাইকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
লাশ উদ্ধার করে পুলিশ
লাশ উদ্ধার করে পুলিশ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্টার সহিবুর রহমান স্বপনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা। তিনি একসময় সাব-রেজিস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বপন প্রধান গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামের একটি স্থাপনা নির্মাণ করেন। বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক’র একটি কক্ষে মাঝে-মধ্যে বসতেন তিনি।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

এ বিষয়ে পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানিয়েছে। ফলে ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামে এক সৎ ভাইকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘লাশটি কচুরিপানার নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।’