বাংলাদেশ কেদ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া পৌর শহরের অভ্যন্তরে প্রবহমান চিংগড়িয়া খালটি আমাদের এ শহরের হৃদপিণ্ড। এটি এখন দখল-দূষণে অনেকটা মৃত প্রায়। এ খালটি বাঁচলে আমাদের এ শহর বাঁচবে, সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে শহর। কলাপাড়াকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে অচিরেই এ খালটিকে সকলে মিলে দখল ও দূষণমুক্ত করতে হবে।
সোমবার (২১ জুলাই) দুপুরে পৌর অডিটিরিয়ম হল রুমে কলাপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলাপাড়া পৌরসভার প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো: রবিউল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় মোশাররফ আরো বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের বাসাবাড়ি থেকে ময়লার বালতি সংগ্রহ করে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে আমাদেরকে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। কেননা, একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া উন্নয়ন সহযোগীরা অর্থ বিনিয়োগ করতে চায় না। তাই আমাদের টেকসই উন্নয়ন পরিকল্পনা যাতে বাধাগ্রস্থ না হয় সেজন্য আমাদের নিয়মিত পৌর কর পরিশোধ করতে হবে।
উপ-সহকারী প্রকৌশলী মো: শাকিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মশিউর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আব্দুল কাইযুম, ইসলামী আন্দোলন প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।
এর আগে কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ২৫ কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকার উদ্ধৃত্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো: রবিউল ইসলাম। পরে এ নিয়ে উন্মুক্ত আলোচনায় কথা বলেন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা।