বিকেলে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
জেলা জামায়াতের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের জেলা স্কুলের বড় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘আগামী ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতাদের আগমন এক ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে। যা থেকে ঠাকুরগাঁও জেলাবাসী উন্নয়নের নতুন বার্তা ও দিক নির্দেশনা পাবে।’

জেলা বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, ‘যেখানে নিয়ম রয়েছে রাত ১২টার পরে নির্বাচনী প্রচার ও প্রচারণা করতে হবে। সেখানে বিএনপি সন্ধ্যার পর থেকেই তাদের ব্যানার ফেস্টুন লাগানো শুরু করেছিল। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, পৌর আমির অধ্যক্ষ সামসুজ্জামান শাহ শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি শাহজালাল জুয়েল প্রমুখ।