ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Fatikchhari
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা আটক
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা আটক |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১টার দিকে লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার আদর্শ বাজার থেকে লেলাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ করিমকে গ্রেফতার করে ফটিকছড়ি থানা পুলিশ।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) মো: জাবেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার করা হয়। তিনি লেলাং ইউনিয়নের আদর্শ গ্রাম আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাসুদ করিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। একই মামলায় মো: জাবেদকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।