পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের থানা মোড় আমতলায় এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে চাটমোহর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুজন ও শেখ জাবের আল-শিহাবের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেসক দলের সদস্য সচিব এস কে জামান লেবু, সাংবাদিক বেলাল হোসেন স্বপন, পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মন্জুরুল হক, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল, পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ। এছাড়া আলেম সমাজের পক্ষে বক্তব্য দেন হাফেজ পারভেজ হোসাইন, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বুড়ি, ডি এ জয়েন উদ্দিন স্কুলের সহকারী শিক্ষক শহীদ, রোকসানা পারভী, আলমগীর মোহাম্মদ, রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, তা সমাজের চূড়ান্ত অবক্ষয়ের প্রতীক। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। কারণ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা না গেলে দেশ ও সমাজে গভীর অন্ধকার নেমে আসবে।
বক্তারা বলেন, ‘এ ঘটনায় আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা দেখতে চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৬ বছরের শিশুর ধর্ষণ ও খুনিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’