ফরিদপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়া কোনোদিন অন্যায়ের সাথে আপস করেন নাই : নায়াব ইউসুফ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শহরের কমলাপুরে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকেলে জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

এসময় চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তৃতায় বলেন, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া কোনোদিন কখনোই অন্যায়ের সাথে আপস করেন নাই। এজন্য তাকে ও তার পরিবারকে দীর্ঘ অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। তার এই স্যাক্রিফাইস তাকে বাংলাদেশের মানুষের হৃদয়ে ভালবাসা আর সম্মানের আসনে আসীন করেছে। আমরা মহান আল্লাহতায়ালার কাছে আমাদের মাতৃ সমতূল্য এই মহিয়সী নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি।

ফরিদপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএমএ সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম লিটন ও আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, তানভীর চৌধুরী রুবেল, মিজানুর রহমান মিনান, এমদাদুল হক, আরিফুজ্জামান অপু, নগরকান্দা উপজেলা বিএনপির অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু প্রমুখ।

জেলা সদরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষ অনুষ্ঠানে সমবেত হন।

মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ।