ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মো: আমির হোসেন ও মোসাদ্দেক হোসেন মানিক, পাগলা থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, লংগাইর ইউনিয়ন বিএনপি নেতা রিপন আহমেদ।
জানাজায় ইমামতি করেন হোসেনশাহী জামে মসজিদের খতিব ক্বারি রহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিভিন্ন এলাকার মুসলমান সম্প্রদায়ের লোকেরা।
জানাজায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির প্রাণ। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অটল হয়ে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় আসীন হয়েছে। তিনি ছিলেন আধিপত্যবাদী অপশক্তির ত্রাস। আজ আমরা আবারো চরম সঙ্কটে আবর্তিত। এমন সময় তিনি চলে গেলেন, যা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার রেখে যাওয়া আদর্শ মেনে দেশকে রক্ষা করা ও নতুনভাবে গড়ে তোলার জন্য সতর্ক থাকতে হবে।



