চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা: তাহের

দেশের মানুষ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট দেবে না

জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে আমরা আগামীতে এমন একটি দেশ গড়বো যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না। দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোটারদের এগিয়ে আসতে হবে।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
চৌদ্দগ্রামের ধৌড়করা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
চৌদ্দগ্রামের ধৌড়করা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ‘দেশ এখন দুইভাগে বিভক্ত। এক পক্ষ ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি। আর অপর পক্ষ হচ্ছে যারা এসকল অপরাধকে পুনর্বাসনে মরিয়া হয়ে কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এসকল ফ্যাসিবাদের পুনর্বাসনকারী, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট দেবে না।’

তিনি বলেন, ‘জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে আমরা আগামীতে এমন একটি দেশ গড়বো যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না। দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোটারদের এগিয়ে আসতে হবে।’

ডা: তাহের শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত স্হানীয় ধৌড়করা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের যে যা ভয় দেখাক না কেন আপনারা নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। ওইদিনই বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারিত হবে। ১২ তারিখে কারো যদি ভোট কেন্দ্র দখল করার চিন্তা থাকে, তাহলে তারা যেন বাড়ি থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হন।’

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে যে জোট রয়েছে সে জোটের অধীনে কে বাংলাদেশী বা কে বাঙালি এই ধরনের কটূ তর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি জিইয়ে আর রাখা হবে না। বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলবো।

চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন আহমদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা শাহজালাল, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহনেওয়াজ কাজল, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, বরুড়ার উপজেলার আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, চৌদ্দগ্রাম সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: রুহুল আমিন, বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল হক মজুমদার খোকন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, চৌদ্দগ্রাম সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদিন পাটোয়ারি, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমির শাহজালাল টিপু প্রমুখ।