লালমনিরহাটের আদিতমারী উপজেলার আসাদুজ্জামান বাবু নামে এক দাদন (সুদ) ব্যবসায়ীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার দুপুর ১২টায় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভুক্তভোগীরা।
অভিযুক্ত আসাদুজ্জামান বাবু উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর তেলীটারী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সাপ্টিবাড়ী বাজারে কসমেটিক্স ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা পরিচালনা করে আসছেন।
এলাকাবাসীর অভিযোগ, তার চড়া সুদে টাকা নিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গৃহবধূ জাহানারা বেগম ও জাহানুর বেগমসহ আরও অনেকে। তারা জানান, দাদন ব্যবসায়ী আসাদুজ্জামান বাবুর বিরুদ্ধে আদিতমারী থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।
অভিযুক্ত আসাদুজ্জামান বাবু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সুদে নয়, সমিতির মাধ্যমে হাওলাত দিয়েছেন। টাকা চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, দাদন ব্যবসা বেআইনি। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



