বামনায় অটোরিকশা চালককে হত্যায় অভিযুক্ত ২ ঘাতক গ্রেফতার

বরগুনার বামনায় রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া থেকে আজিজ (২৫) নামের এক অটোরিকশা চালককের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ঘাতকদের গ্রেফতার করেছে পুলিশ।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বামনায় অটোরিকশা চালককে হত্যায় অভিযুক্ত ২ ঘাতক গ্রেফতার
বামনায় অটোরিকশা চালককে হত্যায় অভিযুক্ত ২ ঘাতক গ্রেফতার |নয়া দিগন্ত

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া থেকে আজিজ (২৫) নামের এক অটোরিকশা চালককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এরপর পুলিশ এ ঘটনার ৭ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাত ২টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকা থেকে ঘাতকদের গ্রেফতার করেছে। এ ছাড়াও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছেন তারা।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো: সাইফুল (২৫) ও মো: হৃদয় (২২) একই উপজেলার স্থানীয় বাসিন্দা।

এ ঘটনার বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেসব্রিফিং করেছেন বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

আজ শুক্রবার সকালে এ বিষয়টি দৈনিক নয়াদিগন্তকে নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হত্যার স্বীকার আজিজ তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে লাশ ফেলে অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িতদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। রাতের মধ্যেই সাইফুল এবং হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও হত্যার পর ছিনিয়ে নেয়া অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘এ ঘটনার পর পরই আমার সঙ্গীয় এসআই নজরুল ইসলাম ও এএসআই সিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঘাতক সাইফুল এবং হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।