জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুলে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ তথ্য জানিয়েছেন।
সমাবেশের সব প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তারা বলেন, ময়মনসিংহ অঞ্চলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারের সমাবেশে ব্যাপক জনসমাগম হবে।
সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন, জুলাই সনদে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের স্বাক্ষর সত্ত্বেও এর বাস্তবায়নে নানা ধরনের অপচেষ্টা চলছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বাঁচাতে গণভোট এখন সময়ের দাবি। কিন্তু সরকারের উদ্যোগে এই গণভোট প্রক্রিয়া নানা জটিলতার মুখে পড়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই জনগণ যেন অবাধে ভোট দিতে পারে এ অঙ্গীকার বাস্তবায়ন করতেই জোটের এই আন্দোলন।
জোটের অন্য নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। উচ্চ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর আমির কামরুল আহসান এমরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, সহ-সভাপতি মাওলানা গোলাম মাওলা ভুইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন প্রমুখ।



