মেলান্দহে চাঁদার দাবিতে কারখানায় হামলা, আটক ৫

পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা কারখানায় ভাঙচুর চালায়।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
মেলান্দহে চাঁদার দাবিতে কারখানায় হামলা।
মেলান্দহে চাঁদার দাবিতে কারখানায় হামলা। |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন মেলান্দহের মুন্সী নাংলা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো: মাসুম (২৫), বাসুদেবপুর এলাকার মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা এলাকার লিখন আহমেদ সাকিব (২৭), ও মোশারফ মিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জান্নাতুল হুমায়রা জেমি এবং সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে চাঁদা না পেয়ে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী কারখানার সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রড, হকিস্টিক, পেট্রলবোমা ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কারখানার গেটে হামলা চালায়। গুলি ও বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসী। পরে পুলিশ অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা আমাদের কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালিয়েছে। তারা রড, হকিস্টিক, পেট্রলবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে। এর আগেও এ দল চাঁদা না পেয়ে আমাদের ওপর হামলা করেছে।’

তিনি আরো বলেন, ‘এ কারখানা মেলান্দহসহ জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে। শত শত পরিবার এ প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু বারবার সন্ত্রাসী হামলার কারণে প্রতিষ্ঠানটি এখন হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে উদ্যোক্তারা এ অঞ্চলে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।’

জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। আটকের সময় তারা পুলিশের কাজেও বাধা সৃষ্টি করে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’