আনোয়ারায় আবারো সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

মাত্র ১৩ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
সাপের কামড়ে প্রাণ গেল নাঈমার
সাপের কামড়ে প্রাণ গেল নাঈমার |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে নাঈমা আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এর আগেও আনোয়ারায় বিষধর সাপের কামড়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। মাত্র ১৩ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমা দক্ষিণ সরেঙ্গা এলাকার মো: হাসানের মেয়ে এবং সে স্থানীয় রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় যুবক আয়াতুল ইসলাম জানান, ‘রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ ব্যথা অনুভব করলে নাঈমা তার মাকে ডেকে বলে, কিছু একটা কামড় দিয়েছে। পরে কিছু বুঝে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিশোরীটিকে সাপের কামড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’

পরিবার সূত্রে জানা যায়, নিহত নাঈমা তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বড়। তার বাবা একজন মৎস্যজীবী। ঘটনার সময় তিনি সাগরে মাছ ধরার ট্রলারে ছিলেন।

এদিকে হাসানের ছোট ছেলে রবিউল হাসান (৫) কয়েক বছর আগে পানিতে ডুবে মারা যায়। একে একে দুই সন্তানের হারানোর বেদনায় শোকে কাতর পুরো পরিবার।

এর আগে ১৯ জুলাই উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছত্তরহাট ভিংরোল গ্রামের মুনতা মুনছুর মাহি (১১) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রী বিষধর সাপের কামড়ে মারা যায়।