নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছল
হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছল |নয়া দিগন্ত

ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ উল্লেখ করে নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশসহ পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এরপর ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন।

এ সময় গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের দেয়া কোরআন বিরোধী একাধিক সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজত ইসলামের নেতাদের নামে আওয়ামী লীগের দেয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আগামী ৩ মে-এর মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর সভাপতি শেখ সানাউল্লাহ মাহমুদি, সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে গত শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কোরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণাসহ অন্য দাবি মেনে না নেয়া হয় তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবি হচ্ছে আওয়ামী শাসনামলে শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচারের পাশাপাশি হেফাজতের নেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহার। সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদের প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে আল্লার উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকর ধর্মীয় বিধিবিধান বাতিল করতে হবে। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া ওয়াক্ফ আইন সংশোধনী বাতিলসহ মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।

এছাড়া ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে।