চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির তিনজনসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সোমবার আনোয়ারা উপজেলা থেকে তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ফরম সংগ্রহকালে তাদের নির্বাচন আইন ও আচরণবিধি মেনে চলার বিষয়ে অবহিত করা হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির তিনজনসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির তিনজনসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড় জমে উঠেছে। বিএনপির তিনজনসহ মোট পাঁচ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই আসনে রাজনৈতিক তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার (২২ ডিসেম্বর) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথকভাবে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ দিন আনোয়ারা উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জুবাইরুল আলম মানিক ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এস এম শাহজাহানের পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

একই দিনে বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে তার ছেলে সাহওয়াজ জামাল নিজামসহ নেতাকর্মীরা ফরম সংগ্রহ করেন। লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে দক্ষিণ জেলা বিএনপির একাধিক নেতা ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলী আব্বাসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহে নেতৃত্ব দেন তার ছেলে মো: ইমতিয়াজ উদ্দিন চৌধুরী ফয়সাল।

এছাড়া এনসিপির প্রার্থী জুবাইরুল আলম মানিকের পক্ষে মাহমুদ উল্লাহ ও মঈম উদ্দিন এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহানের পক্ষে মাওলানা ইদ্রীস আনসারী ও মোরশেদুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সংশ্লিষ্ট দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ আসনে আনোয়ারা উপজেলায় ১১টি ও কর্ণফুলী উপজেলায় পাঁচটি ইউনিয়ন রয়েছে। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ৩২৪ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সোমবার আনোয়ারা উপজেলা থেকে তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ফরম সংগ্রহকালে তাদের নির্বাচন আইন ও আচরণবিধি মেনে চলার বিষয়ে অবহিত করা হয়েছে।