সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রবেসর বাজার সংলগ্ন পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gaibandha
নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রবেসর বাজার সংলগ্ন পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্প দিয়ে পুকুরের পানি ধানের জমিতে দেয়ার জন্য যান। পাম্প চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রায় আধাঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তারা শিহাবের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর শহিদুল ইসলামের খোঁজে গ্রামবাসী পুনরায় ঘটনাস্থলে গিয়ে সেচপাম্পের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।