নারায়ণগঞ্জে কৃষক দলের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ফতুল্লা থানা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছে সদ্য ঘোষিত ফতুল্লা কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতারা।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে কৃষক দলের বর্ণাঢ্য র‌্যালি
নারায়ণগঞ্জে কৃষক দলের বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ফতুল্লা থানা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়নগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা: শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছে সদ্য ঘোষিত ফতুল্লা কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতারা।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়নগঞ্জ লিং রোডের শিবু মার্কেটস্থ এ,বিসি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহম্মেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে আনন্দ র‍্যালি শেষ হয়।

আনন্দ র‍্যালি শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। আনন্দ র‍্যালিতে খালেদা জিয়া ও তারেক রহমান স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা-নারায়নগঞ্জ লিং রোড।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, মোসলেম উদ্দিন মুসা, কাউসার আহম্মেদ, নাসির প্রধান, মিজান আহম্মেদ, ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক, জহিরুল ইসলাম রবিন, মো: শাকিল গাজী, মারুফ আহম্মেদ, আব্দুল কাদির, মো: দিদার হোসেন, আমিনুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত চৌধুরী, আহম্মেদ আলী রনি, সোহেল রানা, রেমন রাজিব, মো: সজল হোসেন, সাগর বশাক প্রমূখ।