পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলার আশ্বাস এনসিপির

শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বান্দরবান জেলা এনসিপির নবগঠিত নেতাকর্মীরা

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এনসিপি
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এনসিপি |নয়া দিগন্ত

বান্দরবানে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনটির নেতারা পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন।

শুক্রবার (৫ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানা যায়, রাজপুত্র মংসা প্রু চৌধুরীকে আহ্বায়ক ও মো: এরফানুল হককে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা এনসিপির নতুন কমিটি গঠন করা হয়। পরে শুক্রবার নবগঠিত এ কমিটি পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় নেতৃবৃন্দ জানায়, পাহাড়ের সকল জাতি ও গোষ্ঠীর উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এনসিপি কাজ করে যাবে। একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সাথে নিয়েই এগিয়ে যাবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনে সংগঠনটির মনোনীত প্রার্থী বিজয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তারা।