সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন |নয়া দিগন্ত

সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে ব্যবসায়ী মাওলানা খায়রুল বাশারের সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক আলমগীর আহমদ তালুকদার, সিরাজুল হক ওলী, মো: জহুর মিয়া, সুলেমান হক চৌধুরী, আমিনুল ইসলাম দুলাল, জিল্লুর রহমান বাচ্চু, চাকুরী প্রত্যাশী সাঈদ আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- হাফেজ লোকমান আহমদ, আজিজুল হক, জামাল উদ্দিন, মোতাহির আলী, আব্দুল হালিম।

বক্তারা বলেন, অবিলম্বে নিয়োগ পরীক্ষা ছাড়া সকল কর্মকর্তাদের বাতিল করে সার্কুলারের মাধ্যমে সারাদেশ থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার আহ্বান জানান।