যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থ বছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ছয় কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে।
যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এ বাজেট উত্থাপন করেন।
বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একইসাথে রিজেন্ট বোর্ডে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি বরাদ্দের ভিত্তিতে ৮৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে অংশ নেন।
বাজেট অনুমোদন শেষে ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রায় সকল কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্নের পথে। এই প্রশাসন আগামীতেও স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কাজ করে যাবে।’
এসময় তিনি বাজেট প্রস্তুতের সাথে সংশ্লিষ্ট পরিচালকের (হিসাব)-এর দফতরসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
ভিসি ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি (ভার্চুয়ালি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম (ভার্চুয়ালি), বিসিএসআইআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হোসেন সোহরাব (ভার্চুয়ালি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. আলতাফ হোসেন (ভার্চুয়ালি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্স রিসার্স সেন্টারের কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. মাহমুদ হোসেন (ভার্চুয়ালি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক (অব.) ও যবিপ্রবির সাবেক ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা: আফরোজা খাতুন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুল কাদের, যশোর সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: এ এইচ এম আহসান হাবীব, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (হিসাব) জাকির হোসেন প্রমুখ।
একইদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে বৃত্তি দেয়া হয় এবং বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির ৫০০০ হাজার টাকার চেক তুলে দেন ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড.জাফিরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, উপ রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ।