ফেনীর সোনাগাজীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের সাথে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দীন মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সোনাগাজী শহরের হারবি কনভেনশন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আমির মাওলানা মোস্তফার পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জুলাই শহীদ আব্দুল গণি বোরহানের ভাই মোহাম্মদ আমানত উল্লাহ, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জেলা জামায়াতের নেতা আবু বকর ছিদ্দিক মানিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, খেলাফাত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান ও এবি পার্টির উপজেলা আহ্বায়ক মাওলানা রহমতুল্লাহ।
মতবিনিময় সভায়, এনসিপির জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, সাবেক প্যানেল মেয়র ও জামায়াত নেতা আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, সহকারী সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান, পৌর সেক্রেটারি মো: মহসিন ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা হেদায়েত উল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উপজেলা সদস্য সচিব ওয়াছিউর রহমান খসরু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি রফিক উদ্দিন নোবেল, জাতীয় যুবশক্তির জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।



