গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ রায়গঞ্জে স্বামী আটক

আটক আসামি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম (২৪)।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj

সিরাজগঞ্জের রায়গঞ্জের রত্না খাতুন (২১) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঘরে বন্দি রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এই অভিযোগে বুধবার (৪ জুন) সকালে নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক আসামি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম (২৪)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আসামি শামীম ও তার স্ত্রী রত্না খাতুন ঢাকার গাজীপুর এলাকায় মোগরখাল ৭২ গলির লাভলী বেগমের মালিকানাধীন এক তলা টিনের ঘরের বাসায় ভাড়া বসবাস করতেন। এর আগে নিহত রত্না উপজেলার ঘুড়কা পুরাতন পাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করতেন। ৪ বছর পূর্বে শামীমের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই চলছিলো।

ওই সূত্রে আরো জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের ভাড়া বাসা তালাবদ্ধ দেখে স্থানীয়রা তালা ভেঙে ঘরে প্রবেশের পর লেপ, কম্বল ও কাথা দিয়ে মোড়ানো অবস্থায় খাটের ওপর নিহত গৃহবধূর লাশটি দেখতে পায়। পরে বিষয়টি বাসন থানাকে জানালে নিহতের মা জহুরা (৪৪) এজাহার দায়ের করেন। নিহতের পরিবার বিষয়টি উপজেলার পাঙ্গাসী এলাকার ইউপি সদস্যকে জানালে স্থানীয় এলাকাবাসী আসামি শামীম হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে ঘটনাস্থল থেকে রায়গঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাসন থানার এসআই আবু সাইদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, গৃহবধূকে হত্যার ঘটনায় স্থানীয় জনতা আসামিকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ আসামিকে আটকের পর বাসন থানার এস আই আবু সাইদের মাধ্যমে এজাহার দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।