সিলেটে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নিসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
সিলেটে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি |নয়া দিগন্ত

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নিসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি।

ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি ও সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনস্থ হাদি মঞ্চে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি বিভিন্ন ধরণের বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়। এসময় নানা দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন- ন্যায়বিচার ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন। ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচি চলাকালীন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখে বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। তারা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা দাবিগুলো হলো

১) শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

২) বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩) ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪) বেসামরিক ও সামরিক গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে।

ইনকিলাব মঞ্চ শাবিপ্রবির আহ্বায়ক হাফিজুল ইসলাম জানান, এই কর্মসূচির মাধ্যমে আমরা জনমত গঠন এবং হাদি ভাইর হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে চাই।