হাতিয়ায় স্বপ্নের ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি-এনসিপির সংঘর্ষ

দীর্ঘ প্রতীক্ষিত হাতিয়ায় স্বপ্নের ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জনের বেশি আহত হয়েছেন।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় স্বপ্নের ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি-এনসিপির সংঘর্ষ
হাতিয়ায় স্বপ্নের ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি-এনসিপির সংঘর্ষ |নয়া দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষিত হাতিয়ায় স্বপ্নের ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জনের বেশি আহত হয়েছেন। অনুষ্ঠানে আসা হাজারো উৎসুক মানুষ এসময় দিগ্বিদিক ছুটে আত্মরক্ষা করতে দেখা যায়।

এ সময় কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ বেদম লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে বলে জানান হাতিয়া থানার ওসি সাইফুল আলম।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষ না করতেই সংঘর্ষের মধ্যে তিনি অপরপ্রান্তে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে চলে যান।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

এছাড়াও হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার প্রতিনিধি দল সম্মিলিত সামাজিক সংগঠনসহ এলাকার প্রায় দুই সহস্রধিক মানুষ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায় চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ননচিরার ঘাটে ভেড়ার সাথে সাথে শাপলাকলির পক্ষে স্লোগান দিতে থাকেন সমর্থকরা। এক এক পর্যায়ে ধানেরশীষ সমর্থকদের পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

ফেরী চালু হওয়ার বিষয়ে হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার সভাপতি ডা: জাহেদুল আলম বলেন, ‘এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে। এটা আমাদের সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার ফসল।’

ফেরির চালক মাস্টার মোজাম্মেল হক বলেন, ‘ফেরিটি জোয়ার-ভাটার সময়কে নির্দিষ্ট করে চলবে। নদীর নাব্যতা বেশ ভাল আছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার।’ ফেরটির ২৫০ টন ধারণ ক্ষমতা আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া বহু বছর ধরে উন্নয়নসহ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্বীপবাসী বিভিন্ন সময় আন্দোলন করে আসছে- নদীভাঙন রোধ, ফেরি সার্ভিসসহ জরুরি সেবার দাবিতে।

এরই প্রেক্ষিতে ২০২৫ সালের ১৫ জানুয়ারি ঢাকাস্থ ‘হাতিয়া দ্বীপ সমিতি’ নৌপরিবহন মন্ত্রণালয়ে ‘ঢাকা টু হাতিয়া নলচিরা ঘাট রুটে যাত্রীবাহী লঞ্চ, ফেরি কাম সিট্রাক বরাদ্দের আবেদন করা হয়।