বানারীপাড়ায় আওয়ামী লীগের লগি-বৈঠাধারী খুনিদের বিচারের দাবি

বানারীপাড়ায় উপজেলা ও পৌর জামায়াতের ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠাধারী খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
বানারীপাড়ায় আওয়ামী লীগের লগি-বৈঠাধারী খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ
বানারীপাড়ায় আওয়ামী লীগের লগি-বৈঠাধারী খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

বানারীপাড়ায় উপজেলা ও পৌর জামায়াতের ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠাধারী খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০০৬ সালের এইদিনে ঢাকার পল্টনে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মীকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো।

এ উপলক্ষে ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বানারীপাড়া বায়তুন নাজাত মসজিদ কমপ্লেক্সে’র জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ মো: আব্দুর রব,উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়া-মাধ্যমে কর্মসূচি শেষ হয়।