গৌরনদীতে বাসচাপায় পথচারী নিহত

নিহত আ: রশিদ খান পটুয়াখালি জেলার বাউফল পৌর এলাকার বাংলাবাজার মহল্লার মো: ছোবেদ আলি খানের ছেলে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
জব্দকৃত সেভেন স্টার পরিবহন
জব্দকৃত সেভেন স্টার পরিবহন |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে বাসচাপায় আ: রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ: রশিদ খান পটুয়াখালি জেলার বাউফল পৌর এলাকার বাংলাবাজার মহল্লার মো: ছোবেদ আলি খানের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহন থেকে আ: রশিদ খান আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা সেভেন স্টার পরিবহন তাকে চাপা দেয়। এতে পথচারী আ: রশিদ খান আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আ: রশিদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত সেভেন স্টার পরিবহন জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।