ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি, শুষ্ক থাকবে আবহাওয়া

আবহাওয়া অধিদফতর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস |ফাইল ছবি

ঢাকায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আর গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।