কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সফল অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, মালামাল এবং অস্ত্র জব্দ করেছে। এই অভিযানে একজনকে আটকও করা হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৫৩/৫-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা নামক স্থানে বিজিবির সদস্যরা কুখ্যাত মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাসকে ধারালো অস্ত্র এবং ফেনসিডিলসহ আটক করে।
এছাড়াও, গত দু’দিনে আশ্রয়ন ও জয়পুর বিওপি’র অভিযানে বড় পরিমাণ হেরোইন ও ফেনসিডিল এবং মহিষকুন্ডি বিওপি’র অভিযানে বিদেশী মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য, অস্ত্র এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার ২২২ টাকা।



