চব্বিশের বিপ্লবের ফসল ছিনতাই করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি। জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে—চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
এ সময় তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলার উদ্যোগে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে মামনুল হক আরো বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তারই ধারাবাহিকতায় একটি দল আবারো সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ আর স্বৈরশাসনের কাছে ফিরে যেতে চায় না। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
মেহনতি মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশে সবার ভাগ্য পরিবর্তন হয়—গার্মেন্টস মালিকের হয়, ব্যবসায়ীর হয়, কিন্তু শ্রমিক শুধু শ্রমিকই থেকে যায়। মেহনতি মানুষের প্রতীক আজ রিকশা, আর সেই পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।’
জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও শিবপুর আসনের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম।
তিনি বলেন, ‘শিবপুর সুজলা–সুফলা, ঢাকার নিকটবর্তী এক সম্ভাবনাময় জনপদ। ঢাকার অধিকাংশ সবজি এখান থেকে যায়। অথচ শিবপুরে কোনো পাইকারি সবজি আড়ৎ নেই। অতীতে এ অঞ্চলের জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর কখনো এলাকায় আসতেন না—ঢাকায় বসে আরাম–আয়েশ করতেন। এই দিন আর চলবে না। আমিরে মজলিস আমাকে আগামী পাঁচ বছরের জন্য শিবপুরের জন্য ওয়াকফ করেছেন। আমি জয়ী হলেও জনগণের সাথে থাকব, পরাজিত হলেও থাকব—ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দুল আহাদ আনাস, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার সহ-সভাপতি ও নরসিংদী-৫-এর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আতহার আলী, সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস শেরপুরী, নরসিংদী-২-এর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ফারুক হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, দফতর সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালিদ সায়ফুল্লাহ, নরসিংদী জেলা সভাপতি মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ এবং নরসিংদী জেলা সভাপতি রিফাত হোসেন প্রমুখ।



