গাজীপুরে যৌতুকের দাবি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী জালাল উদ্দিন দুলুকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১-এর পক্ষ থেকে ঘাতক স্বামীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শুক্রবার গভীর রাতে র্যাব-১ ও র্যাব-১৩-এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামকৃষ্ণ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জালাল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বসুনিয়া পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে বলে র্যাব সূত্রে জানা যায়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতার জালাল উদ্দিন দুলু তার স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে (২৮) নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা (বনরূপা রোড) রমিজ উদ্দিন দেওয়ানের পাঁচ তলা ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়ায় বসবাস করতেন। তার স্ত্রী মাস্তুরা স্থানীয় ইউরো টেক্স বিডি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন। এদিকে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াইটার দিকে পারিবারিক বিরোধে সুমাকে শ্বাসরোধ করে হত্যা করে দুলু। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৮টার দিকে ঘাতক নিজে শ্বশুরকে ফোন করে স্ত্রী হত্যার কথা জানায় এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। ফোন পেয়ে নিহতের বাবা বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে সুমার স্বজনরা ঘটনাস্থলে এসে ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে খাটের ওপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় সুমার লাশ পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হত্যার শিকার সুমা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল (খালপাড়া) গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান জানান, ‘ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানায় হত্যা মামলার এজাহার দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। বিশ্বস্ত সোর্স ও সদর দফতরের তথ্যের ভিত্তিতে আসামি জালাল উদ্দিন দুলুর অবস্থানের বিষয়ে নিশ্চিত হয় র্যাব। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রামকৃষ্ণ গ্রামে র্যাব-১ ও র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। পরে আসামিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘স্ত্রীকে হত্যার মামলায় গ্রেফতার স্বামী জালাল উদ্দিন দুলুকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।’



