গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মো: ইসমাইল পালোয়ান (৪৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মরহুম আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন ও তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইসমাইল ও তার পরিবারের বিরোধ চলছে। সকালে ইসমাইল, তার বড় ভাই মো: দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানসহ ওই জমিতে ধান কাটতে যায়।
এ সময় তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও নবীল হোসেনের ছেলে সুফল হোসেন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে ইসমাইলকে আঘাত করে। স্থানীয়রা ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেদা নুসরাত তাকে মৃত ঘোষণা করেন।