জামায়াতের সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটি ‘নতুন জাগরণ’ শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, ‘মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, এ সাড়া ভালোভাবে কাজে লাগাতে হবে। এখন সময় এসেছে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর। এ সাড়া শুধু আবেগ দিয়ে নয়, সংগঠিতভাবে কাজে রূপান্তর করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়ায়-পাড়ায় গিয়ে আমাদের আদর্শ, উদ্দেশ্য ও বার্তা পৌঁছে দিতে হবে। এটি এখন আর কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। আমাদের ন্যায়, সত্য ও ইনসাফের বার্তা নিয়ে মানুষকে জাগাতে হবে।’
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত নেতা বলেন, ‘আপনারা যে আস্থা দেখাচ্ছেন, সেটিই আমাদের সাহসের উৎস। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবেই। জনসম্পৃক্ততা বাড়ানোর এ মুহূর্তকে কাজে লাগিয়ে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে চ্যালেঞ্জ আসবে তবে সংগঠিতভাবে এগোলে জয় সুনিশ্চিত।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহের পরিচালনায় সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।