ঢাকার দোহার উপজেলার খালপাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে সামিয়া (৮) ও রাইসা (৭) নামে দু’বোন পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সামিয়া ও রাইসা সর্ম্পকে খালাতো বোন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার খালপাড় এলাকায় এমন ঘটনা ঘটে। এর আগে সোমবার সামিয়া ও রাইসা নানা বাড়ি খালপাড় গ্রামে বেড়াতে এসেছিলেন।
নিহত দু’জন বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানার কারণে দু’বোন খালের পানিতে তলিয়ে যায়। এ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে খাল থেকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানায়।
সামিয়া উপজেলার নারিশা লঞ্চঘাট এলাকার সামছুল হকের মেয়ে ও রাইসা উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকার মো: মুকসেদের মেয়ে।