চট্টগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কর হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
ফেরদৌস বেগম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
জানা গেছে, ফেরদৌস বেগম ঘরে কাজ করার সময় মাছ ধরার একটি জালে হাত দেন। ওই জালে থাকা বিষাক্ত একটি সাপ তাকে কামড় দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়্যব জানান, মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। তাকে ভেকসিন দেয়ার আগেই তার মৃত্যু হয়।