ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারায় শারীরিক নির্যাতন, অত্যাচার ও হত্যার হুমকির কথা উল্লেখ করে জুয়ায় আসক্ত ছেলে বিপ্লব হোসেনের (৩৫) বিরুদ্ধে বাবা নুরুল ইসলামের মামলায় তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ভেড়ামারা থানায় এ মামলা করা হয়।
আটক বিপ্লব, নুরুল ইসলামের প্রথম সন্তান। তার বাড়ি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায়।
নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে প্রতারণা, মাদক ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রীকে অত্যাচার, শারীরিক নির্যাতন করতো। একইসাথে হত্যার হুমকিও দিয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ২ নভেম্বর সে আমাকে হত্যার উদ্দেশে মারাত্মকভাবে জখম করে। পরে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তার মাকেও মারধর করে হাতের আঙ্গুল ভেঙে দেয়।’
তিনি আরো বলেন, ‘সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। এদিকে গত বছর সে প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল কর্মকর্তা ও এক কনস্টেবলের আত্মীয়র কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরে থানার সালিশি বৈঠকে এ টাকা আমাকে পরিশোধ করতে হয়েছে। এছাড়া তার প্রতারণা ও জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা বাড়ি পুড়িয়ে দিতে আসে একধিকবার।’
অভিযুক্তের বোন বন্যা খাতুন বলেন, ‘সংসার বিমুখ হয়ে বিপ্লব নেশায় বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি লিখে নিয়ে তা বিপথে খরচ করে। জুয়ার টাকা জোগাতে সে নিয়মিত বাবা-মাকে নির্যাতন করতো।’
এদিকে অশ্লীল ছবিতে ভুক্তভোগীর ছবি লাগিয়ে ব্ল্যাকমেল করে টাকা চেয়ে না দিলে তা প্রকাশ করে দেয়ারও অভিযোগ রয়েছে বিপ্লবের বিরুদ্ধে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। পরে ওই মামলায় বিপ্লবকে আটক করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী বিজ্ঞ আদালত ব্যবস্থা নিবেন।’