জামালপুরের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদসহ ৩৫৯ জনের নামে একটি মামলা করা হয়েছে।
১৬ মাস পরে ছাত্র-জনতার মিছিলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক এমপি নূর মোহাম্মদসহ আওয়ামী লীগের ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন, গণঅধিকার পরিষদের এক স্থানীয় নেতা।
মামলায় আসামিদের মধ্যে সাবেক এমপি নূর মোহাম্মদ, বকশীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীনসহ দলের ৩৫৯ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলার বাদী বকশীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন।
গত বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হলেও, তা গোপন রাখা হয়েছিল। পরে গতকাল ২৪ নভেম্বর সোমবার বিষয়টি জানাজানি হলে, বকশীগঞ্জ থানার ওসি শাকের আহমেদ সাংবাদিকদের কাছে মামলার বিষয়টি স্বীকার করেছেন।
মামলার বাদি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের শহীদুল হক সোনা মিয়ার ছেলে। সাবেক এমপি নূর মোহাম্মদসহ আওয়ামী লীগের ৩৫৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি এলাকার সর্বমহলে আলোচিত হচ্ছে।



