এসএমপি কমিশনার

৫ আগস্টের পর পুলিশকে একটা ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে

‘ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে ‌একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
৫ আগস্টের পর পুলিশকে একটা ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে : এসএমপি কমিশনার
৫ আগস্টের পর পুলিশকে একটা ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে : এসএমপি কমিশনার |নয়া দিগন্ত

সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে মেট্রোপলিটন পুলিশের কমিশনার( অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: রেজাউল করিম, পিপিএম-সেবা বলেছেন,‘বাংলাদেশ পুলিশকে ৫ আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।’

রোববার (১৭ আগস্ট) ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো: রেজাউল করিম বলেন, ‘ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে ‌একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।’

এ সময় তিনি সাংবাদিক, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উদ্বোধনি অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।