সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে মেট্রোপলিটন পুলিশের কমিশনার( অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: রেজাউল করিম, পিপিএম-সেবা বলেছেন,‘বাংলাদেশ পুলিশকে ৫ আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।’
রোববার (১৭ আগস্ট) ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো: রেজাউল করিম বলেন, ‘ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।’
এ সময় তিনি সাংবাদিক, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।