বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিজ্ঞানী সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৭ গোপন ব্যালটে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো: ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সহসভাপতি দপদে নির্বাচিত হয়েছেন ড. এ বি এম আনোয়ার উদ্দিন (মাছুম)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ড. মো: হারুন-অর-রশিদ। সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. আফসানা আনছারী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
কার্যকরী সদস্য (প্রধান কার্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন, ড. আনোয়ারা আক্তার, ড. খোন্দাকার মো: ইফতেখারুদ্দৌলা, ড. এ বি এম জাহিদ হোসেন, ড. মো: রুহুল আমিন সরকার ও ড. এ টি এম সাখাওয়াত হোসেন।
কার্যকরী সদস্য (আঞ্চলিক কার্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন, ড. মোহাম্মদ এখলাছুর রহমান ও মো: মাহবুবুর রহমান দেওয়ান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিএসও এবং এফএমপিএইচটি বিভাগের প্রধান ড. মো: দুররুল হুদা। বৃহস্পতিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন, সিএসও ও প্রশিক্ষণ বিভাগের প্রধান ড. মো: শাহাদাত হোসেন এবং এসএসও (ফলিত গবেষণা বিভাগ) ড. শামছুন্নাহার।



