বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল অব্যাহত থাকলেও যাত্রী ও যানবাহন খুবই কম বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বন্ধ করা হয় লঞ্চ চলাচল।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পদ্মা নদীতে প্রচণ্ড বেগে বয়ে চলা বাতাস আর প্রচণ্ড ঢেউয়ের উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত নেয়।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সাব-ইন্সপেক্টর শিমুল ইসলাম জানান, নদী উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।
এদিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদী উত্তাল থাকলেও ফেরি চলাচলে তেমন বেগ সৃষ্টি না হওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটের বহরে ১৭টি ফেরি রয়েছে। তবে যানবাহন কম থাকায় ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি নিয়মিত চলাচল করানো হচ্ছে।