পোরশায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বৃহস্পতিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৮ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha

নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৩৭) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৮ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রাম মরহুম সৈয়দ আলীর ছেলে।

ইব্রাহীমের গ্রামের সূত্রমতে, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ইব্রাহীম মহিষ নিতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। তিনি এক জোড়া মহিষ নিয়ে ভোরে ফেরার সময় ২২৮ নম্বর সীমান্ত পিলার এলাকার ভারতের ৫০০ গজ অভ্যন্তরে পৌঁছলে আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম মাসুমের কাছে জানতে চাইলে তিনি জানান, তারা বিষয়টি শুনেছেন। এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করেছন।