সিংগাইরে ঘরের ভেতর থেকে ‘কান কাটা’ লাশ উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পথচারীরা ওই ঘর থেকে রক্ত বের হতে দেখতে পান। পরে বিষয়টি সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তারা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
সিংগাইরে ঘরের ভেতর থেকে কানকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
সিংগাইরে ঘরের ভেতর থেকে কানকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা (নয়াপাড়া) এলাকায় ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ‘কান কাটা’ রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মরহুম সামেজুদ্দিনের ছেলে। দুই সন্তানের জনক ফাইজুদ্দিন পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পথচারীরা ওই ঘর থেকে রক্ত বের হতে দেখতে পান। পরে বিষয়টি সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তারা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, ফাইজুদ্দিন দীর্ঘদিন ধরে বাড়িতে একাই থাকতেন। স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহতের বোনের জামাই আব্দুস ছালাম জানান, পারিবারিক কলহের জেরে মাস খানেক আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে স্ত্রী ও সন্তানরা সেখানেই অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যার দিকে তারা ঘটনাস্থলে এসে লাশ দেখেন।

মাটি কাটার সরদার তারেকুল বলেন, ‘স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।’

লাশের সুরতহাল প্রস্তুতকারী তদন্ত কর্মকর্তা (এসআই) মো: রেজাউল করিম জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’