রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের জন্য সংবিধানে ‘বিসমিল্লাহ’ প্রণয়ন করেন

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রণয়ন করেন।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের জন্য সংবিধানে ‘বিসমিল্লাহ’ প্রণয়ন করেন : দুলু
জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের জন্য সংবিধানে ‘বিসমিল্লাহ’ প্রণয়ন করেন : দুলু |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এদেশের ৮০ ভাগ মানুষ মুসলমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রণয়ন করেন।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় ও পথসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটা দল আওয়ামী লীগের চেয়েও খারাপ। এই দলের মহিলারা একটা কায়দা করেছে, যাদের স্বামীরা সব বিএনপি করে, তারা তালীমের নাম দিয়ে সেই মা- বোনদের ফুসলিয়ে, ফাসলিয়ে বিভ্রান্তি করে। তারা মনে করে এদের ঠিক করতে পারলেই তারা তাদের স্বামীদের ঠিক করবে। মসজিদ, মাদরাসা করবো আমরা আর ওরা এসে জান্নাতের টিকিট বিক্রয় করে। এদের ব্যাপারে সর্তক থাকতে হবে। এরা এমন কথা বলে মানুষ তাদের কথায় ভুলে যায়।’

তিনি আরো বলেন, ‘৪৫ বছর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছিলো তারা জাতীয় নির্বাচনে মাত্র তিনটা সিট পেয়েছিলো। কেউ যদি মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে গেছি কিন্তু জিতলেন কিভাবে। যারা বিগত ১৫ বছর দিনের ভোট রাতে করে ক্ষমতায় ছিলো সেই ফ্যাসিস্টদের সাথে তারা আঁতাত করেছে। এখন শুনতে পাচ্ছি অনেক আওয়ামী লীগ জামায়াত হয়ে গেছে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সদস্য, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ প্রমুখ।