কলাপাড়ায় প্রবাসীর বাসায় ডাকাতি ও গণধর্ষণ : গ্রেফতার ৩

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
গ্রেফতার তিন অভিযুক্ত
গ্রেফতার তিন অভিযুক্ত |নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীতে আমেরিকা প্রবাসীর বাসায় ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো: কাওসার, আশিষ গাইন ও মো: শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল মোড়স্থ বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। শেষে কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া টিয়াখালী এলাকার জনৈক আমেরিকা প্রবাসীর বাসায় ডাকাতি করে আসামিরা। এসময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার আগে ওই আমেরিকার নাগরিকের স্ত্রীকে ঘরের একটি রুমে গণধর্ষণ করে আসামিরা। পরের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়।