রাজবাড়ী-ফরিদপুর সড়কের রাজবাড়ী জুটমিলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।
বুধবার (১৪ মে) দুপুরে আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে।
আহতরা হলেন- একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (১৮) ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০)। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক।
জানা গেছে, রাজবাড়ীর দিক থেকে আসা একটি ট্রাকচাপায় মোটরসাইকেলে জুট মিলের তিনজন শ্রমিক আলাদিপুর বাজারের দিকে আসার সময় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আল আমিন সরদারকে মৃত ঘোষণা করেন এবং আহত ২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন।’