স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে গেছে স্বামীর জীবনপ্রবাহ। এমন বিরল ঘটনা আজ মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে। স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবরে শুনে মারা গেছেন স্বামী ওয়ারিছ মিয়া।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়া ও তার স্ত্রী রিনা বেগম কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ের বাড়ি ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন।