বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হলো ধামরাই উপজেলার বাস্তা এলাকার কৃষি জমির মাটিকে কেন্দ্র করে। বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানে ধামরাইয়ের মাটি দেয়া হয়েছে।
ধামরাইবাসীর জন্য এটি অনন্য গর্বের বিষয়। খালেদা জিয়ার দাফনে ব্যবহৃত ধামরাইয়ের মাটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে। ঢাকার জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় ধামরাইয়ের এই মাটি কবরের মধ্যে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো: সাজেদুল ইসলাম জানান, খালেদা জিয়ার কবরের জন্য ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকা থেকে শুকনো মাটি নেয়া হয়েছিল।
উপজেলার যুবদল নেতা ও মেসার্স রুবেল ব্রিকসের মালিক সাজিবুজ্জামান রুবেল বলেন, ৩০ ডিসেম্বর দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আমাকে ফোন করে কবরের জন্য ভালো শুকনো মাটি চেয়েছিলেন। রাত ১০টার সময় আমি আমার ইট ভাটা থেকে মাটি একটি ট্রাকে করে জিয়া উদ্যানে পৌঁছে দিয়েছি এবং নিজেই ট্রাকের সাথে যাই।
দাফনের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে কবরের মধ্যে ধামরাইয়ের মাটি রাখেন। ধামরাইবাসীর জন্য এটি কেবল একটি সংবাদ নয়, বরং এক চিরস্মরণীয় গর্বের অধ্যায়।
কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কন্ঠু বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার কবরের জন্য ধামরাইয়ের মাটি ব্যবহার হয়েছে এটি শুধু ধামরাইবাসীর নয়, পুরো বাংলাদেশের গর্বের বিষয়।’
গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো: সাজেদুল ইসলাম বলেন, ‘ধামরাইয়ের সাজিবুজ্জামান রুবেল দেশনেত্রী খালেদা জিয়ার কবরের জন্য মাটির ব্যবস্থা করেছেন। তার দ্রুত সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।



