রামগড়ে মা-মেয়েকে হত্যার ছয় দিনেও রহস্যের জট খোলেনি

সন্ধ্যা হলেই মানুষ দ্রুত ঘরে চলে যাচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা ভয়ে বাইরে খেলতে বের হয় না।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachhari
আমেনা বেগমের বাড়ি তালাবদ্ধ
আমেনা বেগমের বাড়ি তালাবদ্ধ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় ছয় দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। সন্ধ্যা নামলেই মানুষ দ্রুত ঘরে ফিরছে, জনজীবনে নেমে এসেছে নিস্তব্ধতা।

গত শুক্রবার বিকেলে নিহত রায়হানা আক্তারের ছেলে মো: হাসান রামগড় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে চিহ্নিত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘ঘটনার পর থেকেই তদন্ত চলছে। সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।’

সরেজমিনে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় দেখা গেছে, নিহত আমেনা বেগমের বাড়ি তালাবদ্ধ। চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা। বাইরে একটি বাল্ব জ্বললেও বাড়ির ভেতরে ও আশপাশে মানুষের আনাগোনা নেই।

স্থানীয়রা জানায়, আতঙ্কের কারণে ওই বাড়ির কাছাকাছি যেতেও কুণ্ঠাবোধ করছেন অনেকেই।

বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, ‘এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আসামি ধরা না পড়ায় উদ্বেগ বাড়ছে। এমনকি মসজিদে মুসল্লির সংখ্যাও কমে গেছে।’

স্থানীয়রা আরো জানায়, নিহত আমেনা বেগমের সন্তানদের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সামাজিকভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টা হলেও পরিবারের দুই ছেলে প্রবাসে থাকায় সমাধান হয়নি।

প্রথমে লাশ দেখতে যাওয়া গ্রামের বাসিন্দা সৈয়দ আহম্মদের স্ত্রী বলেন, ‘মা-মেয়ের রক্তাক্ত লাশ দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি। রাতে ঘুমোতে গেলেও সেই দৃশ্য চোখে ভেসে ওঠে।’

নজির আহমেদসহ আরো কয়েকজন প্রতিবেশী বলেন, ‘সন্ধ্যা হলেই মানুষ দ্রুত ঘরে চলে যাচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা ভয়ে বাইরে খেলতে বের হয় না। চার দিন পার হয়ে গেলেও আসামি ধরা পড়েনি। এতে গ্রামের মানুষ অস্বস্তিতে আছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে ভয় ও আতঙ্ক আরো বাড়বে।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতের কোনো এক সময় রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় মা আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৩৫) গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।