জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুফল ভোগ করবে। সকল ধর্মের মানুষ তার নিজস্ব ধর্ম নির্বিঘ্নে পালন করবে এবং নিজ নিজ সংস্কৃতি অবাধে চর্চা করবে। নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে এবং নারীর উন্নয়ন হবে সর্বাধিক। এক দল দাবি করে যে নারী ও ভিন্ন ধর্মালম্বীরা বৈষম্যের শিকার হবেন, যা সম্পূর্ণ অপপ্রচার।’
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় এ বৈরী আবহাওয়ার মধ্যেও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
মো: ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ‘২৪ সালের ৫ আগস্টের পর জামায়াত-শিবিরের লোকেরা চাইলে চাঁদাবাজি করতে পারত, কিন্তু জামায়াত কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি করেনি। ক্ষমতায় এলে জামায়াত দুর্নীতি করবে না। আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। এই ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দল দিতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং নৈরাজ্যমুক্ত আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ার জন্য লড়াই করছে। এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সামনে কয়েকটি কথা বলতে চাই। দেশের কোনো সম্পদের অভাব নেই, তবে দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব রয়েছে। তাই ন্যায়নীতি ও ইনসাফকে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস রহমান, সনমান্দী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিন, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সনমান্দী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আমীর হামজা প্রমুখ।